জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ: WBBSE ক্লাস 9 ইতিহাস (History) সমাধান

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ wbbse
Share with others

এখানে (chapter 7) জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ: WBBSE ক্লাস ৯ ইতিহাস (বাংলা মাধ্যম)-এর উত্তর, ব্যাখ্যা, সমাধান, নোট, অতিরিক্ত তথ্য, এমসিকিউ এবং পিডিএফ পাওয়া যাবে। নোটগুলো শুধুমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহার করুন এবং প্রয়োজনমতো পরিবর্তন করতে ভুলবেন না।

Select medium
English medium notes
Bengali medium notes

Register Login

সারাংশ (summary)

জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ (The United Nations and the League of Nations): ইউরোপের বড় দেশগুলির ঔপনিবেশিক কার্যকলাপ এবং শিল্পবিপ্লব বিশ্বজুড়ে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করেছিল। এর ফলেই ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের ভয়াবহতা থেকে মানুষ শান্তি চেয়েছিল এবং তাই জাতিসংঘ গঠিত হয় 1919 সালে। কিন্তু জাতিসংঘ ব্যর্থ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ গঠিত হয়।

জাতিসংঘের সদর দপ্তর ছিল জেনেভায়, আর জাতিপুঞ্জের সদর দপ্তর হয় নিউইয়র্কে। জাতিসংঘের তিনটি মূল সংস্থা ছিল: সাধারণ সভা, মন্ত্রণা পরিষদ ও স্থায়ী সচিবালয়। জাতিপুঞ্জেরও ছয়টি প্রধান সংস্থা ছিল। এগুলি হল সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় এবং সচিবালয়।

জাতিপুঞ্জের সনদে 19টি অধ্যায় এবং 111টি ধারা ছিল। এর মূল লক্ষ্য ছিল শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং বিশ্বের সমস্যাগুলি সমাধান। জাতিপুঞ্জের পাঁচটি স্থায়ী সদস্য ছিল: আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চিন। এই স্থায়ী সদস্যরা ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করতে পারত।

জাতিপুঞ্জ বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন গ্রিস, সিরিয়া, কঙ্গো এবং কিউবা সংকট। কিন্তু কাশ্মীর সমস্যা বা বর্ণবৈষম্যের মতো ক্ষেত্রে সফল হতে পারেনি। জাতিপুঞ্জের অধীনে বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, যেমন WHO, UNESCO, IMF ইত্যাদি। এই সংস্থাগুলি বিশ্বের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি এবং বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিয়ো গুতেরেজ। জাতিপুঞ্জের মূল লক্ষ্য ছিল যুদ্ধ রোধ করা এবং বিশ্বে শান্তি ও সহযোগিতা বজায় রাখা। এটি বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেমন গ্রিস, সিরিয়া, কঙ্গো এবং কিউবা সংকট। কিন্তু কাশ্মীর সমস্যা বা বর্ণবৈষম্যের মতো ক্ষেত্রে সফল হতে পারেনি।

জাতিপুঞ্জের অধীনে বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, যেমন WHO, UNESCO, IMF ইত্যাদি। এই সংস্থাগুলি বিশ্বের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি এবং বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিয়ো গুতেরেজ।

পাঠ্য প্রশ্ন ও উত্তর (Santra textbook)

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)

১. জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের

a. 24 জানুয়ারি
b. 25 জানুয়ারি
c. 26 জানুয়ারি
d. 27 জানুয়ারি

উত্তর: b. 25 জানুয়ারি

২. জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল

a. 41
b. 42
c. 43
d. 44

উত্তর: b. 42

৩. ‘ওয়াশিংটন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছিল

a. 1941 খ্রিস্টাব্দে
b. 1942 খ্রিস্টাব্দে
c. 1943 খ্রিস্টাব্দে
d. 1944 খ্রিস্টাব্দে

উত্তর: b. 1942 খ্রিস্টাব্দে

৪. জাতিপুঞ্জের সদর দপ্তর কোন্ শহরে অবস্থিত?

a. জেনেভা
b. দিল্লি
c. নিউইয়র্ক
d. হেগ

উত্তর: c. নিউইয়র্ক

৫. জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা

a. ৬টি
b. 5টি
c. 4টি
d. 2টি

উত্তর: b. 5টি

৬. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা

a. 110টি
b. 111টি
c. 112টি
d. 113টি

উত্তর: b. 111টি

৭. ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়

a. 1945 খ্রিস্টাব্দে
b. 1946 খ্রিস্টাব্দে
c. 1947 খ্রিস্টাব্দে
d. 1948 খ্রিস্টাব্দে

উত্তর: a. 1945 খ্রিস্টাব্দে

৪. বর্তমানে জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা

a. 190
b. 191
c. 192
d. 193

উত্তর: d. 193

শূন্যস্থান পূরণ করো

1. চোদ্দো দফা নীতির প্রবর্তক ছিলেন ______।

উত্তর: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

2. জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল ______।

উত্তর: জেনেভা শহরে।

3. জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা ______।

উত্তর: ১৯৩

4. ‘আটলান্টিক সনদ’ পেশ করা হয় ______ খ্রিস্টাব্দে।

উত্তর: ১৯৪১

5. “লিগ অফ নেশনস’ কথাটি প্রথম ব্যবহার করেন ______?

উত্তর: গোল্ডসওয়ার্দি লাওয়েস ডিকিনসন।

6. “লিগ অফ নেশনস’ এর প্রথম অধিবেশন হয_______________________শহরে।

উত্তর: জেনেভা

7. ‘আটলান্টিক সনদ’ পেশ করা হয় ______ খ্রিস্টাব্দে।

উত্তর: ১৯৪১

8. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ______গুলি ধারা আছে।

উত্তর: ১১১ টি 

9. সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর রয়েছে ______ শহরে।

উত্তর: নিউইয়র্ক

‘ঠিক/ভুল’ নির্বাচন করো

১. “তেহেরান ঘোষণা” হয়েছিল 1943 খ্রিস্টাব্দে।

উত্তর: ঠিক

কারণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে মিত্রশক্তিগুলির মধ্যে আলোচনার ফলে তেহেরান ঘোষণা ডিসেম্বর 1943 খ্রিস্টাব্দে জারি হয়।

২. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট 108টি ধারা ও 1টি প্রস্তাবনা বর্তমান।

উত্তর: ভুল

কারণ: সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট 111টি ধারা এবং 1টি প্রস্তাবনা বর্তমান।

৩. জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ছিল আমেরিকার নিউইয়র্ক শহরে।

উত্তর: ভুল

কারণ: জাতিসংঘের সদর দপ্তর প্রথমে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ছিল, পরবর্তীতে ম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর নিউইয়র্কে স্থানান্তরিত হয়।

৪. সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা 5।

উত্তর: ঠিক

কারণ: সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। এরা হলেন: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।

৫. জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন কে. পি. এস. মেনন।

উত্তর: ভুল

কারণ: জাতিপুঞ্জের (UN) বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিয়ো গুতেরেস (2017-বর্তমান), যিনি পোর্তুগালের নাগরিক।

৬. নিরস্ত্রীকরণ কমিশন ছিল জাতিসংঘের একটি সহযোগী সংস্থা।

উত্তর: ঠিক

কারণ: জাতিসংঘের কার্যকালীন সময়ে নিরস্ত্রীকরণ কমিশন একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা হিসেবে কাজ করেছিল।

৭. ‘আটলান্টিক সনদ’ পেশ করেন স্ট্যালিন ও রুজভেল্ট।

উত্তর: ভুল

কারণ: ‘আটলান্টিক সনদ’ পেশ করেন মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

৮. WHO সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি গোয়েন্দা সংস্থা।

উত্তর: ভুল

কারণ: WHO (বিশ্বস্বাস্থ্য সংস্থা) হল সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি স্বাস্থ্যসংক্রান্ত সংস্থা, এটি গোয়েন্দা সংস্থা নয়।

৯. জাতিপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক বিচারালয়টি হল নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরেঅবস্থিত।

উত্তর: ভুল

কারণ: জাতিপুঞ্জের অধীনস্থ আন্তর্জাতিক বিচারালয়টি নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।

স্তম্ভ মেলাও

1.

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) আটলান্টিক সনদ(i) 1945 খ্রিস্টাব্দ
(b) ওয়াশিংটন সম্মেলন(ii) 1941 খ্রিস্টাব্দ
(c) মস্কো ঘোষণা(iii) 1942 খ্রিস্টাব্দ
(d) ইয়াল্টা সম্মেলন(iv) 1943 খ্রিস্টাব্দ

উত্তর:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) আটলান্টিক সনদ(ii) 1941 খ্রিস্টাব্দ
(b) ওয়াশিংটন সম্মেলন(iii) 1942 খ্রিস্টাব্দ
(c) মস্কো ঘোষণা(iv) 1943 খ্রিস্টাব্দ
(d) ইয়াল্টা সম্মেলন(i) 1945 খ্রিস্টাব্দ

2.

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) জাতিপুঞ্জের সদর দপ্তর(i) নেদারল্যান্ডসের হেগ
(b) আন্তর্জাতিক বিচারালয়(ii) নিউইয়র্ক
(c) জাতিসংঘের সাধারণ সভা(iii) সানফ্রান্সিসকো
(d) জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর(iv) জেনেভা

উত্তর:

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) জাতিপুঞ্জের সদর দপ্তর(ii) নিউইয়র্ক
(b) আন্তর্জাতিক বিচারালয়(i) নেদারল্যান্ডসের হেগ
(c) জাতিসংঘের সাধারণ সভা(iv) জেনেভা
(d) জাতিপুঞ্জের সনদ স্বাক্ষর(iii) সানফ্রান্সিসকো
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: জাতিসংঘ ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

2. ‘আটলান্টিক সনদ’ কবে স্বাক্ষরিত হয়? 

উত্তর: ‘আটলান্টিক সনদ’ 1941 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

3. ‘UNESCO’ কথাটির পুরো অর্থ কী?

উত্তর: ‘UNESCO’ কথাটির পুরো অর্থ হল “United Nations Educational, Scientific and Cultural Organization” (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা)।

৪. ‘IMF’ কথাটির পুরো অর্থ কী?

উত্তর: ‘IMF’ কথাটির পুরো অর্থ হল International Monetary Fund বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

৫. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?

উত্তর: জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ত্রিগভে লাই।

৬. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য কারা?

উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য হল সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেকটি সদস্য রাষ্ট্র।

7. জাতিপুঞ্জের ‘কার্যনির্বাহক কমিটি’ কাকে বলা হয়?

উত্তর: জাতিপুঞ্জের ‘কার্যনির্বাহক কমিটি’ বলা হয় নিরাপত্তা পরিষদকে।

৪. জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর: জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1. ‘অছি পরিষদ’ কী?

উত্তর: জাতিসংঘের ম্যান্ডেট ব্যবস্থার অনুকরণে জাতিপুঞ্জের অছি পরিষদ গড়ে উঠেছে। জাতিসংঘের ম্যান্ডেটভুক্ত দেশগুলি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির কাছ থেকে পাওয়া অনুন্নত দেশগুলিকে তখনও স্বাধীনতা লাভের ক্ষেত্রে অনুপযুক্ত বিবেচনা করে অছি পরিষদের অধীনে স্থাপন করা হয়। কয়েকটি বৃহৎ রাষ্ট্রের তত্ত্বাবধানে ওই অনুন্নত রাষ্ট্রগুলিকে রেখে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই ছিল অছি পরিষদের মূল উদ্দেশ্য।

2. জাতিপুঞ্জের স্থায়ী সদস্য কারা?

উত্তর: জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হল— আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া (বর্তমানে রুশ প্রজাতন্ত্র) এবং কুয়োমিনতাং চিন (বর্তমানে কমিউনিস্ট চিন)।

3. আন্তর্জাতিক বিচারালয়কী?

উত্তর: আন্তর্জাতিক বিচারালয় হল জাতিপুঞ্জের অধীনস্থ একটি সংস্থা যা আন্তর্জাতিক বিবাদের নিষ্পত্তি, আইনি ব্যাখ্যা ও সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আইন সংক্রান্ত বিবাদ মেটানোর উদ্দেশ্যে নেদারল্যান্ডের হেগ শহরে স্থাপিত হয়েছে। জাতিপুঞ্জের সনদের 92 থেকে 96 নং ধারায় আন্তর্জাতিক বিচারালয়ের গঠন, কার্যাবলি ও এক্তিয়ার আলোচনা করা হয়েছে। নিরপেক্ষ রায় দানের মাধ্যমে এই বিচারালয় শান্তি বিঘ্নকারী রাষ্ট্রগুলিকে চিহ্নিত করে। প্রত্যেক সদস্য রাষ্ট্রকেই এই বিচারালয়ের রায় মেনে নিতে হত, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রায়ের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে আপিল করা যেত।

4. ‘FAO’ এবং ‘WHO’ কথা দুটির পুরো অর্থ কী?

উত্তর: ‘FAO’-এর পুরো অর্থ হল Food and Agricultural Organisation (খাদ্য ও কৃষি সংস্থা)।
‘WHO’-এর পুরো অর্থ হল World Health Organisation (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।

5. কোন্ তিনটি সংস্থা জাতিসংঘের কার্যাবলি যথাযথ রূপায়ণ ঘটাত?

উত্তর: জাতিসংঘের কার্যাবলি যথাযথ রূপায়ণের জন্য মূলত তিনটি সংস্থা গঠন করা হয়েছিল। এগুলি হল—

(i) সাধারণ সভা,
(ii) মন্ত্রণা পরিষদ এবং
(iii) স্থায়ী সচিবালয়।

6. জাতিসংঘের যে-কোনো দুটি সহযোগী সংস্থার নাম উল্লেখ করো।

উত্তর: জাতিসংঘের দুটি সহযোগী সংস্থার নাম হল—
(i) নিরস্ত্রীকরণ কমিশন
(ii) ম্যান্ডেট ব্যবস্থা সংক্রান্ত সংস্থা

7. ‘ভেটো’ কী?

উত্তর: ভেটো হল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে-কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের কাছে থাকা একটি ক্ষমতা, যার মাধ্যমে সেই রাষ্ট্র নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্তকে নাকচ করতে পারে। ফলে যে-কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের একমত হওয়া প্রয়োজন।

অতিরিক্ত (Extras)

বহুনির্বাচনী প্রশ্ন (MCQs)

Coming soon

প্রশ্ন ও উত্তর (Questions, Answers)

Coming soon

Get notes of other boards, classes, and subjects

NBSESEBA/AHSEC
NCERTTBSE
WBBSE/WBCHSEICSE/ISC
BSEM/COHSEMMBOSE
Custom Notes ServiceQuestion papers

Share with others

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Only registered users are allowed to copy.