এখানে (chapter 5) বিংশ শতকে ইউরোপ: WBBSE ক্লাস ৯ ইতিহাস (Bengali Medium)-এর উত্তর, ব্যাখ্যা, সমাধান, নোট, অতিরিক্ত তথ্য, এমসিকিউ এবং পিডিএফ পাওয়া যাবে। নোটগুলো শুধুমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহার করুন এবং প্রয়োজনমতো পরিবর্তন করতে ভুলবেন না।
Select medium |
English medium notes |
Bengali medium notes |
সারাংশ (summary)
বিংশ শতকে ইউরোপ (Bingsho Shatak-e Europe) অধ্যায়ে বিংশ শতকের প্রথম দিকে ইউরোপে ঘটে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলা হয়েছে। এগুলি হল রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব (1917 খ্রিস্টাব্দ) এবং প্রথম বিশ্বযুদ্ধ (1914-18 খ্রিস্টাব্দ)। রুশ বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রের তত্ত্ব বাস্তবে প্রতিষ্ঠিত হয়। আর প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপের অনেক দেশ গণতন্ত্রের পরিবর্তে নাতসিবাদ ও ফ্যাসিবাদ গ্রহণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়।
রাশিয়ার বিপ্লবের পেছনে ছিল কৃষকদের দুরবস্থা এবং শ্রমিকদের শোষণ। কৃষকরা ভূমিদাস প্রথা উচ্ছেদের পরও স্বাধীন ছিল না। তারা দীর্ঘমেয়াদি কর দিতে বাধ্য ছিল। শিল্পায়নের সময় শ্রমিকরা কম বেতনে এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করত। এসব কারণে তাদের মধ্যে অসন্তোষ বাড়ে। 1905 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের চাপে রাশিয়ার শাসকগোষ্ঠী বিপ্লবের মুখোমুখি হয়।
প্রথম বিশ্বযুদ্ধ ছিল একটি ভয়াবহ যুদ্ধ। এতে জড়িয়ে পড়ে ইউরোপের অনেক দেশ। এর ফলে জার্মানির ওপর ভার্সাই চুক্তির মাধ্যমে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়। জার্মানির অর্থনীতি ধ্বংস হয়ে যায়। এই সময় ইটালিতে মুসোলিনি ফ্যাসিবাদ এবং জার্মানিতে হিটলার নাতসিবাদ প্রবর্তন করে। এই দুটি শক্তি ইউরোপে আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলে।
এছাড়াও স্পেনের গৃহযুদ্ধ আলোচনা করা হয়েছে। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিবাদ ও নাতসিবাদের প্রভাব বাড়ে।
অধ্যায়টি শেষে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এগুলি ছাত্রদের বোঝার জন্য সাহায্য করে। এই অধ্যায়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে।
রাশিয়ার বিপ্লবের প্রধান কারণ ছিল কৃষক ও শ্রমিকদের দুরবস্থা। কৃষকরা ভূমিদাস প্রথা উচ্ছেদের পরও স্বাধীন ছিল না। তারা দীর্ঘমেয়াদি কর দিতে বাধ্য ছিল। শিল্পায়নের সময় শ্রমিকরা কম বেতনে এবং অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করত। এসব কারণে তাদের মধ্যে অসন্তোষ বাড়ে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। যুদ্ধের খরচ চালানোর জন্য সাধারণ মানুষের ওপর করের বোঝা বৃদ্ধি পায়। ফলে এই সামগ্রিক সংকটের মধ্যে রাশিয়ার শাসনতান্ত্রিক কাঠামো ভেঙে পড়তে থাকে।
জার দ্বিতীয় আলেকজান্ডারের শাসনকালে ভূমিদাস প্রথা উচ্ছেদ করা হয়। কিন্তু কৃষকদের অবস্থার উন্নতি হয়নি। তারা জমির পূর্ণ মালিকানা পাওয়ার পর গ্রামীণ জোতদার গোষ্ঠীর হাতে জমি বিক্রি করার ফলে কৃষিতে শ্রেণিবৈষম্য আরও বৃদ্ধি পায়। জার তৃতীয় আলেকজান্ডারের শাসনকালে তাঁর অর্থমন্ত্রী কাউন্ট উইটির উদ্যোগে দ্রুত শিল্পায়ন শুরু হয়। ওই সময় রাশিয়ার শিল্পক্ষেত্রে মূলত বৈদেশিক মূলধনের দ্বারা পুঁজির বিনিয়োগ ঘটে।
লেনিন রাশিয়ায় বলশেভিক দলের নেতা হিসেবে এক নতুন মতবাদ ব্যক্ত করেন যা ‘এপ্রিল থিসিস’ নামে পরিচিত। এই মতবাদে বলা হয় যে, জারতন্ত্রের পতনের পর বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটিয়ে ‘সোভিয়েত’গুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা, উৎপাদিত দ্রব্যের সুষম বণ্টন, ক্ষতিপূরণ ছাড়াই কৃষকদের মধ্যে জমি বণ্টন ও শিল্প-ব্যাংক ইত্যাদি জাতীয়করণ করে ‘সর্বহারার একনায়কতন্ত্র’ গড়ে তোলা হবে।
পাঠ্য প্রশ্ন ও উত্তর (Santra textbook)
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
১. প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) রাশিয়াতে
(d) ইটালিতে
উত্তর: (c) রাশিয়াতে
২. সাম্যবাদ প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় কোন্ বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল?
(a) স্টুয়ার্ট
(b) রোমানভ
(c) বুরবোঁ
(d) টিউডর
উত্তর: (b) রোমানভ
৩. রাশিয়ার সমাজব্যবস্থার শীর্ষে ছিল
(a) অভিজাত সম্প্রদায়
(b) মধ্যবিত্ত সম্প্রদায়
(c) বুর্জোয়া সম্প্রদায়
(d) শ্রমিক সম্প্রদায়
উত্তর: (a) অভিজাত সম্প্রদায়
৪. রোমানভ বংশের পতন ঘটে কোন শাসকের আমলে?
(a) প্রথম নিকোলাস
(b) দ্বিতীয় আলেকজান্ডার
(c) প্রথম আলেকজান্ডার
(d) দ্বিতীয় নিকোলাস
উত্তর: (d) দ্বিতীয় নিকোলাস
৫. রাশিয়ায় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন
(a) লেনিন
(b) হিটলার
(c) লুভব
(d) দ্বিতীয় আলেকজান্ডার
উত্তর: (a) লেনিন
৬. রুশ বিপ্লব হয়েছিল
(a) 1917 খ্রিস্টাব্দের মার্চে
(b) 1917 খ্রিস্টাব্দের এপ্রিলে
(c) 1917 খ্রিস্টাব্দের অক্টোবরে
(d) 1917 খ্রিস্টাব্দের নভেম্বরে
উত্তর: (c) 1917 খ্রিস্টাব্দের অক্টোবরে
৭. ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল
(a) রাশিয়ায়
(b) স্পেনে
(c) পোর্তুগালে
(d) ইটালিতে
উত্তর: (d) ইটালিতে
৮. মুসোলিনির উপাধিছিল
(a) জার
(b) কাইজার
(c) ফ্যুয়েরার
(d) ইল দ্যুচে
উত্তর: (d) ইল দ্যুচে
৯. জার্মানিতে হিটলারের নেতৃত্বে কীসের উদ্ভব হয়েছিল?
(a) সাম্যবাদ
(b) ফ্যাসিবাদ
(c) প্রজাতন্ত্র
(d) নাতসিবাদ
উত্তর: (d) নাতসিবাদ
১০. ‘মেই ক্যাম্ফ’ গ্রন্থটি রচনা করেন
(a) তুর্গেনিভ
(b) মুসোলিনি
(c) ভলতেয়ার
(d) হিটলার
উত্তর: (d) হিটলার
১১. জার্মানিতে নাতসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন
(a) বিসমার্ক
(b) কাইজার
(c) লেনিন
(d) হিটলার
উত্তর: (d) হিটলার
১২. কাদের মধ্যে রোম-বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়?
(a) ইংল্যান্ড ও ফ্রান্স
(b) রাশিয়া ও জার্মানি
(c) ইটালি ও জার্মানি
(d) জার্মানি ও ফ্রান্স
উত্তর: (c) ইটালি ও জার্মানি
১৩. স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন
(a) লেনিন
(b) হিটলার
(c) জেনারেল ফ্রাঙ্কো
(d) তুর্গোনিভ
উত্তর: (c) জেনারেল ফ্রাঙ্কো
শূন্যস্থান পূরণ করো
১ ______________খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি আত্মসমর্পণ করেছিল
উত্তর: ১৯১৮
২. পশ্চিমি ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ______ চুক্তি গঠন করেছে।
উত্তর: জার্মানির সঙ্গে ব্রেস্টলিটোভস্কের সন্ধির মাধ্যমে।
৩. জাতিসংঘ __________________খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।
উত্তর: ১৯২০ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল।
৪. মুসোলিনির নেতৃত্বে ঐতিহাসিক রোম অভিযান হয়েছিল ______ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
উত্তর: ১৯২২
5. স্পেনের গৃহযুদ্ধ ______ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
উত্তর: ১৯৩৬
‘ঠিক’/’ভুল’ নির্বাচন করো
১. রুশ বিপ্লব হয়েছিল 1909 খ্রিস্টাব্দে।
উত্তর: ভুল
কারণ: রুশ বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে।
২. উড্রো উইলসন তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেছিলেন 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি।
উত্তর: ঠিক
কারণ: উড্রো উইলসন তাঁর চোদ্দো দফা নীতি আনুষ্ঠানিকভাবে 1918 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি ঘোষণা করেন।
৩. 1929-এর মহামন্দার প্রভাব গ্রেট ব্রিটেনের ওপর পড়েনি।
উত্তর: ভুল
কারণ: 1929-এর মহামন্দার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যার মধ্যে গ্রেট ব্রিটেনও অন্তর্ভুক্ত ছিল।
৪. ফ্যাসিস্টদলের জনক ছিলেন বেনিটো মুসোলিনি।
উত্তর: ঠিক
কারণ: বেনিটো মুসোলিনি ইটালিতে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন এবং ফ্যাসিবাদের জনক হিসেবে পরিচিত।
৫. 1933 খ্রিস্টাব্দে হিটলার জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন।
উত্তর: ঠিক
কারণ: অ্যাডলফ হিটলার 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার হিসেবে নিযুক্ত হন।
স্তম্ভ মেলাও
1.
‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
(a) ইল দ্যুচে | (i) হিটলার |
(b) ফ্যাসিবাদ | (ii) জার্মানি |
(c) নাতসিবাদ | (iii) ইটালি |
(d) মেঁই ক্যাম্ফ | (iv) মুসোলিনি |
উত্তর:
‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
(a) ইল দ্যুচে | (iv) মুসোলিনি |
(b) ফ্যাসিবাদ | (iii) ইটালি |
(c) নাতসিবাদ | (ii) জার্মানি |
(d) মেঁই ক্যাম্ফ | (i) হিটলার |
2.
‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
(a) এপ্রিল থিসিস | (i) হিটলার |
(b) চোদ্দো দফা দাবি | (ii) মুসোলিনি |
(c) ইল পপলো দ্য ইতালিয়া | (iii) লেনিন |
(d) ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি | (iv) উড্রো উইনসন |
উত্তর:
‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
(a) এপ্রিল থিসিস | (i) লেনিন |
(b) চোদ্দো দফা দাবি | (ii) উড্রো উইনসন |
(c) ইল পপলো দ্য ইতালিয়া | (iii) মুসোলিনি |
(d) ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি | (iv) হিটলার |
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. কোন্ জারের আমলে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব সংঘটিত হয়েছিল?
উত্তর: 1905 খ্রিস্টাব্দের বিপ্লব জার দ্বিতীয় নিকোলাসের আমলে সংঘটিত হয়েছিল।
2. বলশেভিক দলের নেতা কে ছিলেন?
উত্তর: বলশেভিক দলের নেতা ছিলেন লেনিন।
3. দুজন রুশ সাহিত্যিকের নাম লেখো।
উত্তর: দুজন রুশ সাহিত্যিকের নাম হলেন তুর্গোনিভ এবং অন্য একজন হলেন লেনিন।
4. ব্রেস্টলিটোভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ব্রেস্টলিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া এবং জার্মানির মধ্যে।
5. ‘এপ্রিল থিসিস’ কে ঘোষণা করেন?
উত্তর: এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন।
6. বিশ্বের প্রথম সমাজতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: বিশ্বের প্রথম সমাজতন্ত্র রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল।
7. কোন্জারের আমলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: দ্বিতীয় নিকোলাসের আমলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
৪. মুসোলিনির উপাধি কী ছিল?
উত্তর: মুসোলিনির উপাধি ছিল “ইল দ্যুচে”।
9. মুসোলিনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম লেখো।
উত্তর: মুসোলিনি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম ছিল ‘ফ্যাসি দ্য কম্বাটিমেন্টো’।
10. ফ্যাসিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল?
উত্তর: ফ্যাসিবাদ ইটালি ও জার্মানিতে প্রভাব বিস্তার করেছিল।
11. ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
12. নাতসি দলের নেতা কে ছিলেন?
উত্তর: নাতসি দলের নেতা ছিলেন হিটলার।
13. ‘মেই ক্যাম্ফ’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘মেই ক্যাম্ফ’ গ্রন্থটি হিটলার রচনা করেন।
14. হিটলারের উপাধি কী ছিল?
উত্তর: হিটলারের উপাধি ছিল ফ্যুয়েরার।
15.. কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. রুশ বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক পটভূমিকা কী ছিল?
উত্তর: রুশ বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক পটভূমিকা হিসেবে উল্লেখযোগ্য ছিল রাশিয়ার পশ্চাৎপদ অর্থনীতি। সমগ্র ঊনবিংশ শতাব্দীব্যাপী রাশিয়ার অর্থনীতি ছিল কৃষি-নির্ভর এবং শিল্পায়নের ক্ষেত্রে দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে ছিল। কৃষিক্ষেত্রে দীর্ঘকাল ভূমিদাস প্রথা চালু থাকার ফলে নতুন প্রযুক্তি ও পদ্ধতির গ্রহণে বিলম্ব ঘটেছিল। শিল্পায়নের শুরুতে শ্রমিকদের ওপর চূড়ান্ত শোষণ দেখা দেয়, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়িয়ে তোলে। 1900 খ্রিস্টাব্দে বিদেশি পুঁজির প্রবাহ বৃদ্ধি পায়, কিন্তু তা স্থানীয় অর্থনীতিকে উন্নত করতে ব্যর্থ হয়।
2. ইউরোপে মহামন্দার কারণ লেখো।
উত্তর: ইউরোপে মহামন্দার কারণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ ছিল। ইউরোপীয় অর্থনীতিবিদরা ইউরোপীয় মন্দার কতগুলি নির্দিষ্ট কারণ অনুসন্ধান করেছেন। কোনো কোনো অর্থনীতিবিদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার জোগানে ঘাটতি দেখা দিলে দ্রব্যমূল্য হ্রাস পায় এবং আন্তর্জাতিক বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়ে। আবার অনেকের মতে, আন্তর্জাতিক বাজারে রুপোর জোগান বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে তার প্রভাব পড়ে। অর্থনীতিবিদদের পরস্পর বিরোধী এই মত দুটি যে একে অপরের পরিপূরক ছিল তাতে কোনো সন্দেহ নেই। ইউরোপীয় অর্থনৈতিক মন্দার অন্যান্য কারণগুলি সম্পর্কে সকলেই একমত।
3. নাতসিবাদ বলতে কী বোঝো?
উত্তর: নাতসিবাদের প্রবর্তক ছিলেন জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার। 1920 খ্রিস্টাব্দে তৎকালীন জার্মানির জার্মান ওয়াকার্স পার্টি হিটলারের নেতৃত্বে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়াকার্স পার্টি বা সংক্ষেপে নাতসিতে রূপান্তরিত হয়। এই দলের মতাদর্শই নাতসিবাদ নামে পরিচিত।
4.ফ্যাসিবাদ বলতে কী বোঝো?
উত্তর: ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র ও সাম্যবাদ বিরোধী। এটি চরম ক্ষমতার অধিকারী, ব্যক্তিস্বার্থ বা শ্রেণিস্বার্থ রাষ্ট্রস্বার্থের অধীন।
5. অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো?
উত্তর: অর্থনৈতিক মহামন্দা বলতে বোঝায় 1929-1939 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে এক ভয়াবহ বিপর্যয়, যা সাধারণত অর্থনৈতিক মন্দা নামে পরিচিত। এই বিপর্যয়ের উৎপত্তি আমেরিকা যুক্তরাষ্ট্রে হলেও ক্রমশ তা পৃথিবীর সমগ্র শিল্পজগতে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সোভিয়েত ইউনিয়ন ছাড়া প্রায় সকল দেশেই দেখা দেয়। অর্থনৈতিক মহামন্দা ছিল এমন অভূতপূর্ব ঘটনা যা পৃথিবী আগে কোনোদিন প্রত্যক্ষ করেনি।
বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. জার্মানিতে নাতসিবাদের উত্থানের পটভূমি বর্ণনা করো।
উত্তর: জার্মানিতে নাতসিবাদের উত্থানের পটভূমিতে অন্যতম কারণ ছিল তীব্র অর্থনৈতিক সংকট। মহামন্দা ছিল যার মূল কারণ। এর ফলে জার্মানির তীব্র অর্থনৈতিক সংকট ও জনসাধারণের অবর্ণনীয় আর্থিক কষ্ট পরিলক্ষিত হয়েছিল। জার্মানির কাঁধে ছিল বিপুল ক্ষতিপূরণের বোঝা। বিদেশি ঋণের ওপর প্রজাতান্ত্রিক জার্মানির পুরোদস্তুর নির্ভরতা দেশের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে দিয়েছিল। পশ্চিমি শক্তিবর্গ মহামন্দাজনিত পরিস্থিতিতে জার্মানিকে ঋণদানে অস্বীকৃত হয়। জার্মানির তৎকালীন সরকার পুরোপুরি জনসমর্থন হারিয়ে ফেলে।
প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়ে হিটলার অসাধারণ সামরিক কৃতিত্ব প্রদর্শন করে “আয়রন ক্রস” লাভ করেন। এরপর তিনি ‘জার্মান ওয়ার্কার্স পার্টি’-র সদস্যপদ গ্রহণ করেন। 1920 খ্রিস্টাব্দের মার্চ মাসে ওই দলের নতুন নামকরণ হয় ‘ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’ বা নাতসি দল। 1923 খ্রিস্টাব্দে জার্মানিতে গণ অসন্তোষের সুযোগে প্রাক্তন সেনানায়ক জেনারেল লুডেনডর্ফের সহযোগিতায় হিটলার মিউনিখ দখলের চেষ্টা করে কারারুদ্ধ হন। জেলে থাকাকালীন তিনি তাঁর বিখ্যাত আত্মজীবনী ‘মেই ক্যাম্ফ’ বা আমার সংগ্রাম রচনা করেন।
এই দলের স্বেচ্ছাসেবকরা প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালায়। জার্মানির তৎকালীন দুরবস্থার জন্য সকল দায় প্রজাতান্ত্রিক সরকারের ওপর তারা আরোপ করতে থাকে। হিটলারের জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পায়।
1932 খ্রিস্টাব্দের নির্বাচনে নাতসি দল জয়লাভ করে এবং হিটলার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু কিছুদিন পর এই সরকারের আমলে দেশে অচলাবস্থা দেখা দিলে পুনরায় নির্বাচন হয়। সেখানে নাতসি দল পূর্বের তুলনায় অধিক শক্তিশালী হয়ে ওঠে। 1934 খ্রিস্টাব্দে হিটলার একই সঙ্গে জার্মানির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। তিনি জার্মানির সর্বাধিনায়ক বা ফ্যুয়েরার বলে পরিচিতি লাভ করেন।
2. ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো
উত্তর: ইটালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল মহামন্দাজনিত অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অসন্তোষের পটভূমিতে। 1929 খ্রিস্টাব্দের মহামন্দার ফলে ইটালির শিল্প ও ব্যবসাবাণিজ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, বেকারত্ব দ্রুত হারে বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতি বৃদ্ধি পায়। এই অর্থনৈতিক সংকটের মধ্যে জনগণ গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে ফেলে এবং একনায়কতন্ত্রী শক্তিগুলির দিকে ঝুঁকে পড়ে। এই পরিস্থিতিতে বেনিটো মুসোলিনি তাঁর ফ্যাসিস্ট দলের মাধ্যমে দেশের সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। 1922 খ্রিস্টাব্দের 30 অক্টোবর মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট মন্ত্রীসভা গঠিত হয় এবং তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তিনি ‘ইল দ্যুচে’ উপাধি নেন এবং ফ্যাসিস্ট দলের সদস্যরা কালো পোশাক পরতে শুরু করে। ফ্যাসিস্টরা সুপরিকল্পিতভাবে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টদের আক্রমণ করতে থাকে এবং দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে।
3. রাশিয়ায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের সূচনার প্রেক্ষাপট বর্ণনা করো।
উত্তর: রাশিয়ায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের সূচনার প্রেক্ষাপট ছিল বহুমুখী। ঊনবিংশ শতাব্দীর শেষদিকে এবং বিংশ শতাব্দীর গোড়ায় রাশিয়ায় সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি ঘটানোর চেষ্টা করা হয়। কিন্তু দেশের ভিতরে রক্ষণশীল গোষ্ঠীগুলি তখন খুবই সক্রিয় ছিল। এর ফলে রাশিয়ার সমাজে সংস্কারমুখী এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের আন্দোলন ব্যর্থ হয়েছিল।
জার তৃতীয় আলেকজান্ডার (1881-94 খ্রিস্টাব্দ) এবং জার দ্বিতীয় নিকোলাস (1894-1917 খ্রিস্টাব্দ) উভয়েই জারতন্ত্রের বিরোধী সমস্ত শক্তিকে দমন করতে সচেষ্ট ছিলেন। জার দ্বিতীয় নিকোলাসের শাসনাধীন রাশিয়ায় বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের ‘রুশীকরণ’ করার প্রতিক্রিয়াশীল নীতি তিনি গ্রহণ করেছিলেন। এই রুশীকরণ নীতির বিরুদ্ধে ওই সব অঞ্চলে প্রবল বিক্ষোভের সূচনা হয়।
1905 খ্রিস্টাব্দে বিপ্লব অনুষ্ঠিত হয়, এবং 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসের বিপ্লবে জারতন্ত্রের পতন ঘটে। কিন্তু তখনও সমাজতন্ত্রীরা ক্ষমতা দখল করেননি। সোভিয়েত ইউনিয়নের সরকারি ব্যাখ্যায় বলা হয়েছিল মার্চ মাসে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে বুর্জোয়ারা ক্ষমতা দখল করেছিল। এরপর ওই বছরেরই নভেম্বর মাসের বিপ্লবে সমাজতন্ত্রী বলশেভিক দল ক্ষমতা দখল করে।
রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রুশ বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব দার্শনিক প্রবন্ধের পাতা থেকে উঠে এসে বাস্তবের মাটিতে প্রতিষ্ঠিত হয়।
4. উড্রো উইলসনের চোদ্দো দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো ৷
উত্তর: উড্রো উইলসনের চোদ্দো দফা নীতির প্রেক্ষাপট হল প্রথম বিশ্বযুদ্ধের পরিণাম এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় আসন্ন সময়ে মিত্রপক্ষ ক্ষতিপূরণসহ জার্মানি তথা অক্ষশক্তির ওপর চাপানোর ব্যাপারে আলাপ-আলোচনা চালাচ্ছিল। রাষ্ট্রপতি উড্রো উইলসন তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেন। ভবিষ্যতে পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বযুদ্ধের সম্ভাবনা দূরীকরণের প্রয়াস তাঁর এই নীতির মধ্যে ছিল। তাঁর নীতিতে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন প্রভৃতির ওপর জোর দেন। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক বাধা অপসারণ, সমরাস্ত্রের পরিমাণ হ্রাস এবং পরাজিত রাষ্ট্রগুলি থেকে সৈন্য অপসারণের কথা তিনি তাঁর চোদ্দো দফা শর্তে উল্লেখ করেন। বিভিন্ন জাতিভিত্তিক রাষ্ট্র ও স্বায়ত্তশাসনের পক্ষে যুদ্ধের সম্ভাবনাকে চিরতরে দূরীকরণের উদ্দেশ্যে তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন এবং এই উদ্দেশ্যে জাতিসংঘ গঠনের কথা বলেন।
5. স্পেনের গৃহযুদ্ধকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বনাম বিরোধী আদর্শের সংঘাত বর্ণনা করো ।।
উত্তর: স্পেনের গৃহযুদ্ধ ছিল একটি আদর্শগত সংঘাত, যা ফ্যাসিবাদ ও তার বিরোধী আদর্শের মধ্যে চলেছিল। 1936 খ্রিস্টাব্দে স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক বাহিনীর বিদ্রোহ শুরু হয়, যা দেশব্যাপী গৃহযুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে স্পেনবাসী দুভাগে বিভক্ত হয়। শ্রমিক, কৃষক এবং কমিউনিস্টরা সমর্থন জানায় প্রজাতান্ত্রিক সরকারকে, অপরদিকে রাজতন্ত্রী, ফ্যাসিস্ট ও সামরিক বাহিনী সমর্থন জানায় জেনারেল ফ্রাঙ্কোকে।
এই যুদ্ধকে দেখা হয়েছিল গণতন্ত্র বনাম স্বৈরাচারের দ্বন্দ্ব হিসেবে। পরাধীন ভারতের প্রগতিশীল রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা স্পেনের গণতান্ত্রিক সরকারের পক্ষে মতপ্রকাশ করেছিলেন। রসদ এবং চিকিৎসার সুব্যবস্থার জন্য অর্থসংগ্রহ করেছিলেন মুলক রাজ আনন্দ, কৃষ্ণ মেনন, নেহরু প্রমুখ ব্যক্তিত্ব।
ফ্যাসিবাদী ও নাতসিবাদী শক্তিগুলি জেনারেল ফ্রাঙ্কোর সমর্থন করেছিল, যা হিটলার ও মুসোলিনির জোটকে আরও শক্তিশালী করে তোলে। এই যুদ্ধ ইউরোপের বিভিন্ন দেশকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত করে তোলে এবং অনেকে একে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ বলে উল্লেখ করেছেন।
ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. তিনজন রুশ সাহিত্যিকের নাম করো। রুশ দার্শনিকদের রচনা কীভাবে জনগণকে প্রভাবিত করেছিল? [3+5]
উত্তর: তিনজন রুশ সাহিত্যিকের নাম হলেন—গোর্কি, দস্তয়েভস্কি এবং টলস্টয়।
রুশ দার্শনিকদের রচনা জনগণকে অনুপ্রাণিত করেছিল। গোর্কি, দস্তয়েভস্কি, টলস্টয়, পুশকিন, গোগোল প্রমুখদের রচনা দেশবাসীর সামনে স্বৈরাচারী জারতন্ত্রের স্বরূপকে তুলে ধরেছিল। এছাড়া নৈরাজ্যবাদী নেতা বাকুনিনের তত্ত্ব এবং সর্বোপরি মার্কসের সমাজতান্ত্রিক আদর্শ জনসাধারণকে অনুপ্রাণিত করেছিল।
2. মির বলতে কী বোঝো? রাশিয়ায় বিপ্লবের পূর্বে কৃষক অসন্তোষ সম্বন্ধে কী জানো?
উত্তর: মির হল রাশিয়ার গ্রামীণ সমাজের একটি প্রধান প্রশাসনিক ও সামাজিক ইউনিট। এটি ছিল একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংগঠন যা কৃষকদের দ্বারা পরিচালিত হত।
রাশিয়ায় বিপ্লবের পূর্বে কৃষকদের অসন্তোষের প্রধান কারণ ছিল ভূমিদাসপ্রথা উচ্ছেদের পরবর্তী সময়ে কৃষকদের উপর আর্থিক ও সামাজিক চাপ। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথা উচ্ছেদের পর কৃষকরা ক্ষতিপূরণের বিপুল বোঝা বহন করতে বাধ্য হয়। এছাড়াও, তারা গ্রামীণ জোতদার বা কুলাকদের কাছে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। ফলে কৃষকদের অবস্থার প্রকৃত উন্নতি ঘটেনি এবং তারা রাজতন্ত্রের প্রতি আনুগত্য হারায়। ঘন ঘন কৃষক বিদ্রোহ হতে শুরু করে।
3. কবে, কোথায় ও কার নেতৃত্বে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক ক্ষেত্রে বলশেভিক বিপ্লবের প্রভাব আলোচনা করো।
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবকে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুইভাগে ভাগ করা যায়। ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লব সফল হওয়ার পরই প্রত্যক্ষ প্রভাবে ১৯১৮-১৯ খ্রিস্টাব্দে জার্মানিতে এবং হাঙ্গেরিতে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রচেষ্টা লক্ষ করা যায়। তবে জার্মানিতে এই বিপ্লব সফল হয়নি। হাঙ্গেরিতে অল্পকালের জন্য হাঙ্গেরীয় সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। কিন্তু বলশেভিক বিপ্লব দীর্ঘকাল ধরে পৃথিবীর বহু দেশের কমিউনিস্ট আন্দোলনে পরোক্ষভাবে উৎসাহ জুগিয়েছে। এমনকি ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের মতো পশ্চিম ইউরোপীয় দেশে, যেখানে কখনোই কমিউনিস্টরা ক্ষমতায় আসেনি, সেখানেও কমিউনিস্ট পার্টিগুলি বলশেভিক বিপ্লবের সাফল্যে প্রেরণা লাভ করে।
4. কোন্ পটভূমিকায় ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল ?
উত্তর: ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল মহামন্দা জনিত অর্থনৈতিক সংকটের পটভূমিকায়। 1929 খ্রিস্টাব্দের মহামন্দার ফলে ইটালির অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিল্প ও ব্যবসাবাণিজ্য অর্থনীতির দুটি প্রধান স্তম্ভই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জনসাধারণের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। বেকারত্ব দ্রুত হারে বৃদ্ধি পায়। ইটালির মুদ্রা ‘লিরা’-র দাম হ্রাস পেতে থাকে। মানুষের জীবনধারণের মান হয় নিম্নমুখী। যুদ্ধপরবর্তী সময়ে ইটালি ক্ষতিপূরণ সংক্রান্ত ও অন্যান্য ব্যাপারে আমেরিকার ওপর অনেকখানি নির্ভরশীল ছিল। কিন্তু মহামন্দার কবলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয় হয়ে উঠলে তার প্রভাব ইটালির ওপর পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছিল লাগামছাড়া মুদ্রাস্ফীতি, উৎপাদন হ্রাস ও কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা। সর্বোপরি, বিপুল পরিমাণে বাজেট ঘাটতি। এরূপ কঠিন পরিস্থিতিতে ইটালিতে মুসোলিনি ও তার ফ্যাসিস্ট দলের নেতৃত্বে ইটালির একনায়কতন্ত্রী সরকার সকল রাষ্ট্রীয় ক্ষমতা করায়ত্ত করে।
5. স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কেকী জানো? এই যুদ্ধে ইটালি ও জার্মানির ভূমিকা কী ছিল?
উত্তর: স্পেনের গৃহযুদ্ধ 1936 খ্রিস্টাব্দে শুরু হয়। এই যুদ্ধকে দেখা হয়েছিল গণতন্ত্র বনাম স্বৈরাচারের দ্বন্দ্ব হিসেবে। এই যুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহীদের নেতৃত্ব দেন। জার্মানি ও ইটালি বিদ্রোহীদের সমর্থন জানায়। সেনা ও যুদ্ধাস্ত্র দিয়ে তারা বিদ্রোহীদের সহায়তা করতে থাকে। অন্যদিকে, ইংল্যান্ড ও ফ্রান্স যুদ্ধ থেকে দূরে ছিল। তিন বছর গৃহযুদ্ধ চলার পর 1939 খ্রিস্টাব্দের 4 এপ্রিল জেনারেল ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। ফলে স্পেনের গৃহযুদ্ধের অবসান হয়।
এই যুদ্ধের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যাপক ছিল। স্পেনের গৃহযুদ্ধ দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছিল। এতে ইউরোপের বিভিন্ন দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। তাই এই যুদ্ধকে অনেকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’ বলে উল্লেখ করেছেন।
অতিরিক্ত (Extras)
বহুনির্বাচনী প্রশ্ন (MCQs)
coming soon
প্রশ্ন ও উত্তর (Questions, Answers)
coming soon
Get notes of other boards, classes, and subjects