শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ: WBBSE ক্লাস 9 ইতিহাস (History)

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ wbbse-min
Share with others

এখানে (chapter 4) শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ: WBBSE ক্লাস ৯ ইতিহাস (বাংলা মাধ্যম)-এর উত্তর, ব্যাখ্যা, সমাধান, নোট, অতিরিক্ত তথ্য, এমসিকিউ এবং পিডিএফ পাওয়া যাবে। নোটগুলো শুধুমাত্র রেফারেন্স হিসেবে ব্যবহার করুন এবং প্রয়োজনমতো পরিবর্তন করতে ভুলবেন না।

Select medium
English medium notes
Bengali medium notes

Register Login

সারাংশ (summary)

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (Shilpobiplab, Upanibeshobad o Samrajyobad): অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়। এটি ছিল শিল্পক্ষেত্রে দ্রুত ও আমূল পরিবর্তন। শিল্পবিপ্লবের আগে পরিবার কেন্দ্রিক ছোট আকারের উৎপাদন পদ্ধতি ছিল। শিল্পবিপ্লবের ফলে বড় কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। এর জন্য প্রয়োজন ছিল কাঁচামাল, বাজার ও মূলধন। ইংল্যান্ডে এই উপাদানগুলি ছিল বলে সেখানে শিল্পবিপ্লব ঘটেছিল।

শিল্পবিপ্লবের ফলে গ্রাম থেকে শহরে অভিপ্রয়াণ শুরু হয়। 1750 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মাত্র দুটি শহর ছিল। 1851 খ্রিস্টাব্দে এর সংখ্যা বাড়ে 29-এ। শিল্পবিপ্লবের মাধ্যমে সমাজে দুটি নতুন শ্রেণির উদ্ভব হয় – মালিক শ্রেণি ও শ্রমিক শ্রেণি। মালিক শ্রেণি ছিল কারখানার মালিক যারা মূলধন বিনিয়োগ করত। শ্রমিক শ্রেণি ছিল কলকারখানায় কাজ করত।

শিল্পবিপ্লবের ফলে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিকশিত হয়। ঔপনিবেশিক শক্তিরা নতুন বাজার ও কাঁচামালের জন্য উপনিবেশ স্থাপন করে। উপনিবেশবাদ পরবর্তীতে সাম্রাজ্যবাদে পরিণত হয়। উপনিবেশবাদের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে। ভারতে রেলপথ বিস্তার হয়। সুয়েজ খাল খনন হয়। টেলিগ্রাফের প্রচলন হয়।

শিল্পবিপ্লবের সমালোচনা করেন কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস। তাঁরা বলেন শিল্পবিপ্লব শ্রমিকদের শোষণের পথ খুলে দেয়। শ্রমিক শ্রেণির ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান। তাঁদের ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামক গ্রন্থে শিল্প সমাজের সমস্যাগুলি তুলে ধরেন।

ঔপনিবেশিক শক্তিগুলি আফ্রিকা ও এশিয়ায় উপনিবেশ স্থাপন করে। 1884-85 খ্রিস্টাব্দের বার্লিন কনফারেন্সে আফ্রিকার ব্যবচ্ছেদ হয়। চিন উপনিবেশিক শক্তির নিকট উন্মুক্ত হয়। ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। এর ফলে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে। এই যুদ্ধে মোট ১৮৬ বিলিয়ন ডলার খরচ হয়।

শিল্পবিপ্লবের ফলে নতুন শহর ও নগর গড়ে ওঠে। শিল্পবিপ্লবের প্রভাবে নতুন শিল্পসমাজের উদ্ভব হয়। এই সমাজে মালিক শ্রেণি ও শ্রমিক শ্রেণির মধ্যে স্পষ্ট বিভাজন ছিল। শ্রমিকরা তাদের মালিকদের মতানুযায়ী শিল্প কলকারখানায় কাজ করত। মালিকের অনুমতি ছাড়া তারা শিল্পাঞ্চলের বাইরে বেরোতে পারত না।

শিল্পবিপ্লবের সমালোচকরা বলেন যে এটি সামাজিক বৈষম্য বাড়িয়েছে। মালিক শ্রেণি শ্রমিকদের কম বেতনে বেশি পরিশ্রম করিয়ে নিজেদের মুনাফা বাড়াত। এর ফলে শ্রমিকদের জীবন শোচনীয় হয়ে ওঠে। শিল্পবিপ্লবের প্রভাবে নারীরাও কারখানায় কাজ করতে শুরু করে। তবে তাদের মজুরি ছিল অনেক কম। অল্পবয়স্কা বালিকারা বেশি কাজের ভার পেত।

শিল্পবিপ্লব সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। এটি বৈশ্বিক অর্থনীতির ভাগ্যনিয়ন্ত্রণ করেছিল। শিল্পবিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা নতুন শিল্পসমাজে বৈষম্য ও শোষণের প্রবণতা ছিল। সমাজতান্ত্রিক চিন্তাবিদরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাঁরা মনে করতেন যে উৎপাদন ব্যবস্থা যদি সমাজের মালিকানায় থাকে তবে সামাজিক বৈষম্য দূর হবে।

শিল্পবিপ্লব পৃথিবীর অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছিল। এটি আধুনিক বিশ্বের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

পাঠ্য প্রশ্ন ও উত্তর (Santra textbook)

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)

১. শিল্পবিপ্লবের সর্বপ্রথম ঘটেছিল

(a) ব্রিটেনে
(b) ফ্রান্সে
(c) রাশিয়াতে
(d) জার্মানিতে

উত্তর: a. ব্রিটেনে

২. শিল্পবিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণি হল

(a) সামন্ত ও দাস
(b) রাজা ও প্রজা
(c) মালিক ও শ্রমিক
(d) শিক্ষক ও ছাত্র

উত্তর: c. মালিক ও শ্রমিক

৩. ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম

(a). ম্যাঞ্চেস্টার
(b). সেন্ট পিটার্সবার্গ
(c). ল্যাঙ্কাশায়ার
(d). দিল্লি

উত্তর:c ল্যাঙ্কাশায়ার

৪. ‘দাস ক্যাপিটাল’ প্রথম প্রকাশিত হয়

(a) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(b) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(c) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(d) ১৮৬৫ খ্রিস্টাব্দে

উত্তর: a. ১৮৬৭ খ্রিস্টাব্দে

৫. সূর্যের খাঁটি উদ্ভাবন হয়েছিল

(a) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(b) ১৮৬৯ খ্রিস্টাব্দে
(c) ১৮৬৮ খ্রিস্টাব্দে
(d) ১৮৭০ খ্রিস্টাব্দে

উত্তর: b. ১৮৬৯ খ্রিস্টাব্দে

৬. ব্রাজিল দেশটি ছিল

(a) পোর্তুগিজ উপনিবেশ
(b) ডাচ উপনিবেশ
(c) ব্রিটিশ উপনিবেশ
(d) মার্কিন উপনিবেশ

উত্তর: a. পোর্তুগিজ উপনিবেশ

৭. প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল

(a) ১৯১৩ খ্রিস্টাবে
(b) ১৯১৪ খ্রিস্টাবে
(c) ১৯১৫ খ্রিস্টাবে
(d) ১৯১৬ খ্রিস্টাবে

উত্তর: b. ১৯১৪ খ্রিস্টাবে

শূন্যস্থান পূরণ করো

১. স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন ______।

উত্তর: হারগ্রিভস

২. ‘দি কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থের রচয়িতা হলেন ______।

উত্তর: কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস

৩. ভারতবর্ষ ছিল ______ উপনিবেশ।

উত্তর: ব্রিটিশ

৪. প্রথম অহিফেনের যুদ্ধ সংঘটিত হয়েছিল ______ খ্রিস্টাব্দে।

উত্তর: ১৮৩৯

৫. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ______।

উত্তর: সেরাজেভো হত্যাকাণ্ড

‘ঠিক’/’ভুল’ নির্বাচন করো

১. জার্মানিতে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হয়েছিল।

উত্তর: ভুল

কারণ: শিল্পবিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল। জার্মানি শিল্পবিপ্লবের সুফল অনুভব করে পরবর্তীকালে, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে।

২. জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।

উত্তর: ঠিক

কারণ: জেমস ওয়াট 1782 খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, যা শিল্পবিপ্লবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল।

৩. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি মরিস ডবের রচনা।

উত্তর: ভুল

কারণ: ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থটি কার্ল মার্কসের রচনা, যা 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।

৪. আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত।

উত্তর: ঠিক

কারণ: ঔপনিবেশিক যুগে ইউরোপীয় শক্তিগুলি আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে উল্লেখ করত, কারণ এই মহাদেশে ইউরোপীয় সভ্যতা ও শিল্পায়নের প্রভাব তখনও সম্পূর্ণভাবে ছড়ায়নি।

৫. প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল 1914-1919 খ্রিস্টাব্দ পর্যন্ত।

উত্তর: ভুল

কারণ: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে এবং এটি 1918 খ্রিস্টাব্দে শেষ হয়। সুতরাং এটি 1914-1918 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।

স্তম্ভ মেলাও

1.

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) উড়ন্ত মাকু(i) রিচার্ড আর্করাইট
(b) বাষ্পীয় ইঞ্জিন(ii) জন কে
(c) স্পিনিং জেনি(iii) জেমস ওয়াট
(d) ওয়াটার ফ্রেম(iv) হারগ্রিভস

উত্তর:-

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) উড়ন্ত মাকু(i) জন কে
(b) বাষ্পীয় ইঞ্জিন(ii) জেমস ওয়াট
(c) স্পিনিং জেনি(iii) হারগ্রিভস
(d) ওয়াটার ফ্রেম(iv) রিচার্ড আর্করাইট

2.

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) ঘেটো(iv) শিল্পবিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ
(b) কমিউনিস্ট ম্যানিফেস্টো(i) কার্ল মার্কস
(c) টেলিগ্রাফ আবিষ্কার(ii) স্যামুয়েল মোর্স
(d) ওয়েল্ট পলিটিক্স(iii) দ্বিতীয় উইলিয়াম

উত্তর:-

‘ক’-স্তম্ভ‘খ’-স্তম্ভ
(a) ঘেটো(i) শিল্পবিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ
(b) কমিউনিস্ট ম্যানিফেস্টো(ii) কার্ল মার্কস
(c) টেলিগ্রাফ আবিষ্কার(iii) স্যামুয়েল মোর্স
(d) ওয়েল্ট পলিটিক্স(iv) দ্বিতীয় উইলিয়াম
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1.  সর্বহারা শ্রেণিতে কারা পরিণত হয়েছিল?

উত্তর: সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছিল শিল্প কারখানায় কাজ করা দরিদ্র শ্রমিক শ্রেণি।

2. কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখো।

উত্তর: কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম হল ‘দাস ক্যাপিটাল’।

3. সুয়েজ খাল কবে চালু হয়েছিল?

উত্তর: সুয়েজ খাল চালু হয়েছিল 1869 খ্রিস্টাব্দে।

4. ‘সেরাজেভো হত্যাকাণ্ড’ কবে ঘটেছিল? 

উত্তর: ‘সেরাজেভো হত্যাকাণ্ড’ ঘটেছিল 28 জুন, 1914 খ্রিস্টাব্দে।

5. কোন্ সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে ভার্সাই চুক্তি সন্ধির দ্বারা।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার দুটি কারণ লেখো। 

উত্তর: ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার দুটি কারণ হল:

  • ইংল্যান্ডের উপনিবেশ বিস্তার একটি বড়ো কারণ ছিল। সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীতে উত্তর আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয়েছিল। ফলে এই সকল দেশের বিশাল বাজার ইংল্যান্ডের সামনে উন্মুক্ত হয়েছিল।
  • ইংল্যান্ডে কাঁচামাল, প্রশস্ত বাজার এবং মূলধনের উপস্থিতি শিল্পবিপ্লবকে ত্বরান্বিত করেছিল।

2. শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শহরের নাম লেখো। 

উত্তর: শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শহরের নাম হল ম্যাঞ্চেস্টার এবং ল্যাঙ্কাশায়ার।

3. মালিক শ্রেণি বলতে কাদের বোঝায়?

উত্তর: মালিক শ্রেণি বলতে সেইসব ব্যক্তিকে বোঝায়, যারা শিল্প কলকারখানার মালিক ছিল এবং মজুরির বিনিময়ে শ্রমিকদের নিয়োগ করত।

4. ত্রিশক্তি মৈত্রী কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি ও অস্ট্রিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে দ্বিশক্তি চুক্তি ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্সে (মৈত্রীতে) রূপান্তরিত হয়।

5. ত্রিশক্তি আঁতাত কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

 উত্তর: ত্রিশক্তি আঁতাত ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

6. সেরাজেভো হত্যাকাণ্ড’ কী?

উত্তর: “সেরাজেভো হত্যাকাণ্ড” ঘটেছিল অস্ট্রিয়ার সিংহাসনের ভাবী উত্তরাধিকারী যুবরাজ ফার্দিনান্দ এবং তাঁর সঙ্গীকে বসনিয়ার রাজধানী সেরাজেভোতে পরিদর্শনের সময়। এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল ব্ল্যাক হ্যান্ড নামের একটি গোপন সন্ত্রাসবাদী সংগঠনের এক সদস্যের দ্বারা।

বিশ্লেষণমূলকউত্তরভিত্তিক প্রশ্নাবলি

1. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব কেন ঘটেছিল? 

উত্তর: ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব ঘটার কারণগুলি হল:

১। ইংল্যান্ডের নাতিশীতোয় আবহাওয়া বস্ত্রবয়ন শিল্পের জন্য বিশেষ উপযোগী ছিল।
২। ইংল্যান্ড চতুর্দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত ছিল, ফলে জলপথে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের ক্ষেত্রে পরিবহণ ব্যয় অত্যন্ত কম ছিল।
৩। শিল্প উৎপাদনে গতি আনার জন্য তিনটি জরুরি উপাদান ছিল – কাঁচামাল, প্রশস্ত বাজার এবং মূলধন। ইংল্যান্ডে এই তিনটি উপাদানের উপস্থিতি শিল্পবিপ্লবকে ত্বরান্বিত করেছিল।
৪। ষোড়শ শতাব্দী থেকে ইংল্যান্ডে কৃষিজমি পশুচারণভূমিতে পরিণত হওয়ার ফলে বহু কৃষক ভূমিহীন হয়ে পড়ে এবং কারখানায় শ্রমিকের কাজ নেয়।
৫। জনসংখ্যাবৃদ্ধির ফলে সেদেশে শ্রমিকের জোগান সহজ হয়।
৬। ১৬৪০ খ্রিস্টাব্দ নাগাদ গৃহযুদ্ধের কারণে ইংল্যান্ডে মধ্যবিত্তদের ক্ষমতা বৃদ্ধি ঘটে এবং এরা সরকারকে শিল্পোন্নয়নের ক্ষেত্রে সাহায্য করার জন্য চাপসৃষ্টি করতে থাকে।
৭। ইংল্যান্ডে লোহা, কয়লা, তামা, টিন ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যেত, যা শিল্পবিপ্লবের বিকাশে সহায়তা করে।
৮। পরিবর্তনশীল সামাজিক দৃষ্টিভঙ্গি ও সহায়ক অর্থনৈতিক উপাদান শিল্পবিপ্লবের পথ প্রশস্ত করে।
৯। বৈজ্ঞানিক ও কারিগরি আবিষ্কার যেমন বাষ্পীয় ইঞ্জিন, রেল ইঞ্জিন, টেলফোর্ড ও ম্যাডাম আবিষ্কৃত পিচ ও পাথরকুচির সংমিশ্রণে রাজপথ নির্মাণের কৌশল ইত্যাদি ইংল্যান্ডে শিল্পবিপ্লবকে ত্বরান্বিত করেছিল।
১০। সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী ব্যাপী উত্তর আমেরিকা, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয়, ফলে এই সকল দেশের বিশাল বাজার ইংল্যান্ডের সামনে উন্মুক্ত হয়।

2. পুঁজিবাদ’ বলতে কী বোঝো?

উত্তর: পুঁজিবাদ হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের মাধ্যম, যেমন ভূমি, শ্রম ও মূলধন, ব্যক্তিগত মালিকানাধীন থাকে এবং লাভের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই ব্যবস্থায় মালিক শ্রেণি শ্রমিক শ্রেণিকে শ্রমের বিনিময়ে মজুরি প্রদান করে এবং শ্রমের ফলে উৎপন্ন অতিরিক্ত মূল্য বা মুনাফা নিজের অধিকারে আহরণ করে। কার্ল মার্কসের মতে, পুঁজিবাদ শ্রমিক শ্রেণির শোষণের যন্ত্র হিসেবে কাজ করে।

3. শিল্পবিপ্লবের সমালোচনায় কাল মার্কসের মতামত কী ছিল?

উত্তর: কার্ল মার্কস শিল্পবিপ্লবের সমালোচনায় বলেছেন যে, আধুনিক শিল্পরাষ্ট্র শ্রেণি শোষণের যন্ত্র। শ্রমের অধিক গুরুত্ব সত্ত্বেও শ্রমিক শ্রেণি পুঁজিপতি মালিক শ্রেণির নিকট গুরুত্বহীন এবং অত্যন্ত অসহায়। শ্রমিকদের শ্রমের বিনিময়ে যে উদ্‌বৃত্ত মূল্য আহরিত হয়, তা কাজে লাগিয়ে বুর্জোয়া পুঁজিপতি শ্রেণি লাগামছাড়া মুনাফা অর্জন করেছে। মার্কস ও এঙ্গেলস তাই পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ সর্বহারা সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তাঁদের মতে, সর্বহারা শ্রেণির এই সংগ্রাম যখন পূর্ণতা লাভ করতে পারবে, তখন সমাজে পুঁজিপতি শ্রেণির বিলুপ্তি ঘটবে এবং শ্রেণিহীন সমাজ গড়ে উঠবে।

4. শিল্পবিপ্লবকে উপনিবেশবাদের বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো?

উত্তর: শিল্পবিপ্লবকে উপনিবেশবাদের বিকাশের জন্য অনেকাংশেই দায়ী মনে করা হয়। শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ডসহ অন্যান্য শিল্পোন্নত দেশগুলি তাদের শিল্পজাত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য এবং কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য নতুন ভূখণ্ড অধিকার করতে উদ্যোগী হয়। এই প্রক্রিয়ায় উপনিবেশবাদের সূচনা ঘটে, যা পরবর্তীতে সাম্রাজ্যবাদে পরিণত হয়। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক সম্প্রসারণের কারণ খুঁজে পাওয়া যায় পশ্চিম ও মধ্য ইউরোপের শিল্পবিপ্লবের প্রভাবে। বাজারে শিল্পপণ্যের চাহিদা সৃষ্টি করতে এবং সস্তায় কাঁচামাল আমদানির জন্য তারা সচেষ্ট হয়। ফলে নিত্যনতুন ভূখণ্ডের চাহিদা বেড়েই চলে।

5. উগ্র জাতীয়তাব্রাদ বলতে কী বোঝো?

উত্তর: উগ্র জাতীয়তাবাদ হল একটি চরমপন্থী ও আক্রমণাত্মক জাতীয়তাবাদের রূপ, যেখানে কোনো জাতি বা জনগোষ্ঠী নিজেদের অন্য সমস্ত পরিচয়ের তুলনায় জাতিগত পরিচয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। এই ধারণাটি শুধু নিজের জাতির প্রতি ভালোবাসা বা জাতির সঙ্গে একাত্মতার ভাবকে ছাড়িয়ে যায় এবং নিজের জাতির উন্নতির জন্য অন্য জাতিকে শোষণ করা বা ক্ষতি করাকে বৈধ মনে করে।

এই ধারণার মূল বিষয় হল জাতিগত শ্রেষ্ঠত্ববাদ, যেখানে একটি জাতি নিজেকে অন্য জাতির চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং এই শ্রেষ্ঠত্বকে ব্যবহার করে অন্য জাতির ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ঔপনিবেশিক শক্তিগুলি তাদের উপনিবেশের জনগণকে শোষণ করতে জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্ব ব্যবহার করেছিল। জার্মানি টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিল, আবার ইংল্যান্ডে অ্যাংলো-স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্বের তত্ত্ব জনপ্রিয় হয়ে উঠেছিল।

উগ্র জাতীয়তাবাদের ফলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা বাড়ে, যা প্রথম বিশ্বযুদ্ধের মতো বৃহৎ আকারের সংঘাতের কারণ হিসেবে কাজ করেছিল। এছাড়াও এটি ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছিল এবং বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আক্রমণের পথ প্রশস্ত করেছিল।

সংক্ষেপে, উগ্র জাতীয়তাবাদ হল একটি আত্মকেন্দ্রিক ও আক্রমণাত্মক মানসিকতা, যা নিজের জাতির স্বার্থরক্ষার নামে অন্য জাতির অধিকার ও স্বাধীনতাকে বিনষ্ট করতে প্রস্তুত থাকে।

6. আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটেছিল?

উত্তর: আফ্রিকার ব্যবচ্ছেদ 1881 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ঘটেছিল। এই সময়ের মধ্যে ইউরোপীয় ঔপনিবেশিক দেশগুলি আফ্রিকার ওপর আধিপত্য স্থাপনের জন্য অধীর হয়ে ওঠে। 1870 খ্রিস্টাব্দ নাগাদ আফ্রিকা মহাদেশের মাত্র দশ শতাংশ অঞ্চল ছিল ইউরোপীয় শক্তিগুলির অধীনে। 1914 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকার 90 শতাংশই তাদের দখলে চলে যায়।

আফ্রিকা দখলের জন্য ঔপনিবেশিক দেশগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই প্রতিদ্বন্দ্বিতার নিয়মকানুন ও ঠিক করে নেওয়া হয়েছিল 1884-85 খ্রিস্টাব্দের বার্লিন কনফারেন্সে। এই সভায় দাস-ব্যাবসার নিন্দা করে প্রস্তাব নেওয়ার পাশাপাশি স্থির হয় যে, কঙ্গো নদীর অববাহিকা বরাবর বেলজিয়ামের অংশ দ্বিতীয় লিওপোল্ডের অধীনে থাকবে। কোনো রাষ্ট্র অপরকে না জানিয়ে আফ্রিকার কোনো অঞ্চলে দাবি জানাবে না এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বণ্টন সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী করা হবে।

ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1. শিল্পবিপ্লব কী? শিল্পবিপ্লবের সময়কাল নিরূপণ করো। [3+5]

উত্তর: শিল্পবিপ্লব হল শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন। কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে বিপ্লব বলা হয়। শিল্পবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠে আধুনিক বৃহদায়তন যান্ত্রিক শিল্পব্যবস্থা। শিল্পবিপ্লবের ফলে পরিবার কেন্দ্রিক, কুটিরশিল্প ভিত্তিক উৎপাদন ব্যবস্থার অবসান ঘটে এবং শহুরে কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে।

শিল্পবিপ্লবের সূচনা হয় ইউরোপে, বিশেষত পশ্চিম ইউরোপে। ঐতিহাসিক নেফ বলেন, ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা হয় 1760 খ্রিস্টাব্দে। তবে শিল্পবিপ্লবের সময়কাল নিরূপণে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। সাধারণভাবে বলা যায়, শিল্পবিপ্লব একটি গতিশীল পর্যায়। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যে এর সূচনা, বিকাশ এবং সমাপ্তি ঘটে।

2. নতুন শহরের বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা কী ছিল? রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ কীভাবে ঘটেছিল ?

উত্তর: শিল্পবিপ্লবের ফলে গ্রামীণ কুটির শিল্পকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থার বদলে আসে শহুরে কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা। কলকারখানাকে কেন্দ্র করে নতুন নতুন শহর ও নগর গড়ে ওঠে। 1850-এর দশকে ল্যাঙ্কাশায়ার, মিডল্যান্ডস, মার্সেসাইড, ইয়র্কশায়ার প্রভৃতি শহরগুলি ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে। শিল্পবিপ্লবের সূত্রে কলকারখানার বিকাশ, শ্রমিকের চাহিদা বৃদ্ধি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রসার এবং যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য সুযোগসুবিধার জন্য শহরগুলির প্রতি জনগণের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। প্রাক্-আধুনিক যুগের শেষ দিক থেকে অর্থনীতিতে বাণিজ্য ও শিল্পের গুরুত্ব বৃদ্ধি পায়। বুর্জোয়া শ্রেণি রাজতান্ত্রিক বা সামন্ততান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষপাতী ছিল, যেখানে আইনের চোখে সবাই সমান। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের গৃহযুদ্ধ এবং অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ফরাসি বিপ্লবের মধ্যে বুর্জোয়া পুঁজিবাদী রাজনীতির বিকাশ লক্ষ করা যায়।

3. সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? প্রথম বিশ্বযুদ্ধে বিবাদমান পক্ষ কারা কারা ছিল? [5+3]

উত্তর: সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের জন্য অনেকাংশেই দায়ী ছিল। ১৮৭০ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ পরস্পরবিরোধী শক্তিজোটের সঙ্গে যুক্ত হয়ে ভীতি, বিদ্বেষ ও সন্দেহের পরিস্থিতি সৃষ্টি করেছিল। একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গঠিত ত্রিশক্তি চুক্তি এবং অপরদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে গঠিত ত্রিশক্তি মৈত্রী। দুই জোটের পারস্পরিক সন্দেহ, ভীতি ও ক্ষমতাবৃদ্ধির প্রয়াস বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল। ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রীর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।

প্রথম বিশ্বযুদ্ধে বিবাদমান পক্ষগুলি ছিল:

  • মিত্রপক্ষ: ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, বেলজিয়াম, রুমানিয়া, পোর্তুগাল, যুগোশ্লাভিয়া, গ্রিস।
  • অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া।

অতিরিক্ত (Extras)

বহুনির্বাচনী প্রশ্ন (MCQs)

coming soon

প্রশ্ন ও উত্তর (Questions, Answers)

coming soon

Get notes of other boards, classes, and subjects

NBSESEBA/AHSEC
NCERTTBSE
WBBSE/WBCHSEICSE/ISC
BSEM/COHSEMMBOSE
Custom Notes ServiceQuestion papers

Share with others

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Only registered users are allowed to copy.